০৯ মে, ২০২৪

National Flag: একমাত্র এই সংস্থাটি ভারতের পতাকা তৈরির অনুমতি পেয়েছে, কোন সংস্থা জানেন?
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-15 15:16:31   Share:   

আজ অর্থাৎ মঙ্গলবার ৭৭ তম দেশের স্বাধীনতা দিবস (Independence Day 2023)। সারা দেশজুড়ে উদযাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস। আপনারা তো এই দিনে সারা দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখে থাকেন। তবে আপনারা কি জানেন, ভারতের জাতীয় পতাকা কারা তৈরি করে ও কোন কাপড়েরই বা তৈরি করা হয় এই পতাকা। জানা গিয়েছে, ভারতের জাতীয় পতাকা তৈরি করার লাইসেন্স দেশের একটি মাত্র সংস্থারই রয়েছে। আর সেই সংস্থাটিকে ভারত সরকারের বিআইএস (BIS) সার্টিফায়েড অর্থাৎ 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস'-এর তরফে অনুমোদন দেওয়া হয়েছে।

কোন সংস্থা তৈরি করে জাতীয় পতাকা?

সংস্থাটির নাম হল 'কর্নাটক খাদি গ্রামোদ্যোগ সমযুক্ত সংঘ'। ১৯৪৭ সালে তৈরি করা হয়েছিল এই সংস্থাটি। আর এই সংস্থারই ভারত সরকার স্বীকৃত জাতীয় পতাকা তৈরির একমাত্র অনুমতি রয়েছে। সরকারের তরফে এই অনুমোদন দেওয়া হয়েছে। এই সংস্থাটি কর্নাটকের হুব্বালি জেলার বেঙ্গারিতে অবস্থিত। সূত্রের খবর, এই সংস্থার তৈরি পতাকাই লালকেল্লা, সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, প্রতিরক্ষা দফতর সহ প্রতিটি মন্ত্রকে উত্তোলন করা হয়। আরও জানা গিয়েছে, এই সংস্থায় মহিলা কর্মীদের সংখ্যাই বেশি। প্রায় ৯৫ শতাংশ কাজ মহিলারাই করে থাকেন।

সংস্থার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ২০২৩ সালের ১৫ অগাস্টের মধ্যে শুধুমাত্র জাতীয় পতাকা তৈরি করেই ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যবসা করার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। জানা গিয়েছে, গত বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকার 'হর ঘর তিরঙ্গা' প্রচারাভিযান ঘোষণা করার পর এটি টানা দ্বিতীয় বছর ধরে ১ কোটি ৫ লক্ষ টাকারও বেশি উপার্জন করেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে 'হর ঘর তিরঙ্গা' কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কারণেই তাদের ব্যবসা ফুলেফেঁপে উঠেছে।

কোন কাপড়ে তৈরি করা উচিত দেশের পতাকা?

জানা গিয়েছে, দেশের জাতীয় পতাকাটি হাতে কাটা তুলোর সুতো, সিল্ক বা খাদি দিয়ে তৈরি করা উচিত। পতাকার আকৃতি আয়তাকার হওয়া উচিত। এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ৩:২ হওয়া উচিত।


Follow us on :