১৪ মে, ২০২৪

Himachal: হিমাচলে বন্যায় লাফিয়ে বাড়ছে মৃত্যু, ক্ষতি প্রায় সাড়ে ৪ হাজার কোটির
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-17 19:59:22   Share:   

বন্যা ও দুর্যোগের জেরে বিধস্ত পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। হিমাচলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যেন থামছেই না। প্রবল বৃষ্টিপাতের জেরে কুল্লু জেলায় ১৭ জুলাই অন্তত একজনের মৃত্যু হয়েছে, তিনজন গুরুতর আহত। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের জেরে বন্যা কবলিত হিমাচলে প্লাস্টিকের আবর্জনা জমে থাকতে দেখা যায়। এই বন্যায় এখনও অবধি বহু মানুষেরই মৃত্যু হয়েছে।

সম্প্রতি, হিমাচলে ভোর চারটে নাগাদ জলের স্রোত কায়াস গ্রামকে প্রায় ভাসিয়ে নিয়ে যায়। সব রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

স্টেট এমারজেন্সি রেসপন্স সেন্টারের দেওয়া এই তথ্য অনুযায়ী, গত ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি এবং পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। এছাড়াও মোট ক্ষতির পরিমাণ ৪,৪১৫ কোটি টাকা।


Follow us on :