১৭ মে, ২০২৪

Chandrayaan 3: চাঁদের দ্বিতীয় কক্ষপথও পেরোল চন্দ্রযান ৩, পরের ধাপে কবে
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-09 18:59:58   Share:   

এখন আরও কাছে চাঁদ (Moon)। আজ অর্থাৎ বুধবার এমনটাই জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। ইসরো সূত্রে খবর, চাঁদের প্রথম কক্ষপথ প্রদক্ষিণ করার পর এবারে দ্বিতীয় কক্ষপথও ঘোরা সম্পূর্ণ করল চন্দ্রযান ৩। ফলে এবারে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। আর কিছুদিন পরই ফের এক কক্ষপথ ঘোরা সম্পূর্ণ করে অবশেষে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম।

ইসরো সূত্রে খবর, ম্যানুভারিংয়ের মাধ্যমে কক্ষপথ থেকে চাঁদের দিকে নীচে নামতে থাকবে। আর সেই 'লোয়ারিং ম্যুনুভারিং'-এর প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল গত ৫ অগাস্ট। আর আজ দ্বিতীয় ধাপে চাঁদের আরও কাছে চলে এসেছে চন্দ্রযান ৩। আজ বেলা ১টা নাগাদ চাঁদের কক্ষপথে দ্বিতীয় ম্যানুভারিং সম্পন্ন হয়। বর্তমানে এটি চাঁদের থেকে সর্বনিম্ন ১৭৪ কিমি এবং সর্বোচ্চ ১৪৩৭ কিমি দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে রয়েছে। আরও জানা গিয়েছে, আগামী ১৪ অগাস্ট ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে আরও এক ধাপ নীচে নামবে এই মহাকাশযান। ফলে বর্তমানে চাঁদের থেকে চন্দ্রযানের দূরত্ব মাত্র ১৪৩৭ কিমি।


Follow us on :