১৩ মে, ২০২৪

Brijbhushan: 'যৌন হেনস্থার সুযোগ ছাড়তেন না,' ব্রিজভূষনের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-24 19:32:23   Share:   

কুস্তিগিরদের অভিযোগেই শিলমোহর। রাউস অ্যাভিনিউ আদালতে বিস্ফোরক চার্জশিট পেশ দিল্লি পুলিশের। অভিযোগ আনা হয়েছে, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার কোনও সুযোগই ছাড়তেন না ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণও আছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

শুরুর দিকে দিল্লি পুলিশ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত করতেই রাজি হয়নি। তবুও অভিযোগ থেকে সরে যাননি কুস্তিগিররা। আন্দোলন শুরু করে। ওই আন্দোলনে যোগ দেন দেশের প্রথম সারির কুস্তিগিররা।

সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাসে ধর্নাও তুলে নেন কুস্তিগিররা। অবশেষে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ।


Follow us on :