১৭ মে, ২০২৪

Nirbhaya Scheme: যৌন নিগ্রহে অন্তঃসত্ত্বা হয়ে পড়া নাবালিকাদের দায়িত্ব নেবে কেন্দ্র, ঘোষণা স্মৃতি ইরানির
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-06 13:21:55   Share:   

এবারে কেন্দ্রীয় সরকার (Central Goverment) এক বড় পদক্ষেপ নিতে চলেছে নির্যাতিতাদের জন্য। যৌন নিগ্রহের পর অনেক নাবালিকাই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু তাদের দেখার বা আশ্রয় দেওয়ার জন্য অনেকেই পিছিয়ে যান। ফলে এবারে তাদের জন্য নয়া প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) সোমবার এই প্রকল্পের সূচনা করেছেন। তিনি সোমবার এই প্রকল্পের সূচনা করে বলেন, যৌন নিগ্রহের কারণে অন্তঃসত্ত্বা ও পরিবার পরিত্যক্ত নাবালিকাদের আশ্রয়, খাদ্য ও আইনি সাহায্য দেবে কেন্দ্র সরকার।

এমন অনেক খবর প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে, কোনও নাবালিকা যৌন নিগ্রহের শিকার হওয়ার পর যদি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তবে তাদের দায়িত্ব পরিবারও নিতে চায় না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার তাদের পাশে দাঁড়ানোর পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, এই প্রকল্পের নাম 'নির্ভয়া স্কিম'। এই প্রকল্প চালু করার প্রধান লক্ষ্যই হল সন্তানসম্ভবা নির্যাতিতা নাবালিকাদের পরিকাঠামোগত ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করা। রাজ্যের সহযোগিতায় এমন প্রকল্প চলবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, নির্ভয়া ফান্ডের অধীনে এই প্রকল্প আনা হয়েছে ও এই প্রকল্পের জন্য ৭৪.১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।


Follow us on :