০৯ মে, ২০২৪

Goutam Adani: বিশ্বের দ্বিতীয় ধনকুবের হিসেবে উঠে এলেন গৌতম আদানি! প্রথম সেই এলন মাস্ক
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-16 18:20:04   Share:   

নতুন রেকর্ড গড়লেন গৌতম আদানি (Goutam Adani)। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি (World's 2nd Richest Man) হিসাবে উঠে এসেছে শিল্পপতি গৌতম আদানির নাম। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে রয়েছেন এলন মাস্ক (Elon Mask)। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, দ্বিতীয় স্থানে থাকা বার্নার্ড আর্নল্টকে (Bern Arnault) পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আদানি। বিশ্বের প্রথম ১০ ধনকুবেরের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়।  বর্তমান ভারতে আদানিদের মূল প্রতিপক্ষ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ৬০ বছর বয়সী গৌতম আদানির মোট সম্পদ (নিট মূল্য) ১৫৫.৫ বিলিয়ন ডলার। বার্নার্ড আর্নল্টের মোট সম্পদও ১৫৫.২ বিলিয়ন ডলার। অন্যদিকে, টেসলার প্রধান এবং বিশ্বের সবচেয়ে ধনী এলন মাস্ক, যিনি তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন, তার মোট সম্পদ রয়েছে ২৭৩.৫ বিলিয়ন ডলার। যেখানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোসের মোট সম্পদ ১৪৯.৭ বিলিয়ন ডলার।

২০২২ সালে আদানি গ্রুপের সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গৌতম আদানি এবং এলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় থাকা অন্যতম যাদের সম্পদ গত ২৪ ঘণ্টায় বেড়েছে অনেকটাই। এই সময়ের মধ্যে আদানির মোট সম্পদ ৪.৯ বিলিয়ন বেড়েছে। এই বছরের জানুয়ারি থেকে আদানির সম্পদ বেড়েছে ৬০.৯ বিলিয়ন ডলারেরও বেশি।

উল্লেখ্য, বর্তমান ভারতে সবথেকে ধনী গৌতম আদানি। দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানি। ফেব্রুয়ারি মাসেই মুকেশ আম্বানিকে টপকে ভারতের ধনীতম ব্যক্তি হয়ে উঠেছিলেন গৌতম আদানি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আদানির সম্পত্তি বেড়েছে সাত হাজার কোটি ডলার।


Follow us on :