২৭ এপ্রিল, ২০২৪

Chandigarh: ছিনতাইয়ের আগে পুলিসকে লক্ষ্য করে গুলি, ভরসন্ধ্যায় গ্রেফতার দুই গ্যাংস্টার
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-13 16:04:07   Share:   

ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হয়েও পুলিসের সঙ্গে সংঘর্ষ গ্যাংস্টারদের, ধুন্ধুমার কাণ্ড চণ্ডীগড়ে (Chandigarh Incident)। জানা গিয়েছে, ভরসন্ধ্যায় ছিনতাইয়ের উদ্দেশে শহরের সুকনা হ্রদের কাছে জমায়েত করেছিল দুই গ্যাংস্টার (Gangster Arrest)। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সেখানে পৌঁছে যায় পুলিস। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের আগেই পুলিসকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন পুলিসকর্মীরা (Police)।

ওই গ্যাংস্টারদের পাকড়াও করে ফেলেন তাঁরা। চণ্ডীগড় পুলিসের ডেপুটি সুপার রাম গোপাল এক সংবাদ সংস্থাকে জানান, 'বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজপুর জাজ গ্যাংয়ের দুই সদস্য দিলদীপ সিং ওরফে লস্যি এবং শিবা সিংকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেই ফিরোজপুরের বাসিন্দা। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, ৪টি বুলেট এবং ২টি কার্তুজ উদ্ধার হয়েছে।' 

অভিযানে যাওয়া পুলিসের এক সদস্যর দাবি, 'দুই অভিযুক্তকে জি়জ্ঞাসাবাদ করার আগেই আমাদের লক্ষ্য করে গুলি চালান দিলদীপ। অল্পের জন্য বুলেট লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। আরও এক রাউন্ড গুলি চালাতে গেলে পিস্তল জ্যাম হয়ে যায়।' এরপর দুই অভিযুক্তকে পাকড়াও করে ফেলে পুলিশের দলটি।


Follow us on :