১৬ মে, ২০২৪

Gaganyaan: সপ্তমীতে নজির ইসরোর, সফল 'গগনযান'-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-21 15:59:53   Share:   

অবশেষে সফল হল গগনযানের (Gaganyaan) প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ। উৎসবের মরশুমে খুশির খবর জানাল ইসরো (ISRO)। শনিবার অর্থাৎ সপ্তমীর দিন গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। এদিন সকালে দু’বার থমকে যাওয়ার পরও গগনযানের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। অবশেষে গগনযান মিশনের প্রথম পদক্ষেপ হিসেবে TV-D1 ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো।

সূত্রের খবর, শনিবার সকাল ৮টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট পরে, অর্থাৎ ৮টা ৪৫ মিনিটে গগনযান যাত্রা শুরু করবে বলে জানানো হয়। কিন্তু তখনও উৎক্ষেপণ হয়নি। ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ দেখেই সেই সময় উড়ান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সকাল ১০টা নাগাদ TV-D1-এর উৎক্ষেপণ করা হয়। গগনযান মিশনের সফল উৎক্ষেপণের পর ইসরো প্রধান এস সোমনাথ বলেন, "এটা ঘোষণা করতে পেরে আমি খুব খুশি যে, গগনযান TV-D1 মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে।"


Follow us on :