১৫ মে, ২০২৪

Landslide: অতি ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্রে ভয়াবহ ধস, মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-20 12:13:32   Share:   

ভারী বৃষ্টির ফলে ধস (Landslide)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) কঙ্কণ এলাকার রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে। এই ঘটনায় মৃত্যু (Death) হয়েছে পাঁচ জনের এবং ধসের তলায় আটকে পড়ে প্রাণ হারিয়েছে বহু গৃহপালিত পশুও। ঘটনার জেরে ওই গ্রামে আটকে পড়েছে বহু পরিবার। তবে ইতিমধ্যে ধসে আটকে থাকা গ্রামবাসীদের উদ্ধার করার কাজ শুরু হয়ে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। পাশাপাশি অ্যাম্বুল্যান্সও রাখা হয়েছে ঘটনাস্থলে।  

এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ওই এলাকায়। যার ফলে ধস নেমেছে। এই ঘটনার ফলে ওই গ্রামে আটকে পড়েছে প্রায় ৫০ টি পরিবার। তবে মোকাবিলা বাহিনীর তৎপরতায় ২৫ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার ফলে দাদা ভুসে এবং উদয় সামন্তের মতো কয়েক জন মন্ত্রী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এমনকি এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনাস্থলে যেতে পারেন, এমনটাই জানা গিয়েছে ওই সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে।


Follow us on :