২৭ এপ্রিল, ২০২৪

Mumbai: টিভি ধারাবাহিকের সেটে বিধ্বংসী আগুন, ছাই ২ হাজার বর্গফুটের স্টুডিও
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-11 10:39:58   Share:   

মুম্বইয়ের (Mumbai) ফিল্মসিটির একটি স্টুডিওতে (film city) বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ফিল্মসিটির টিভি সিরিয়াল "গুম হ্যায় কিসিকে পেয়ার মে"-এর সেটে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনার জেরে শুটিং বন্ধ (Closed Shooting) রাখা হয়েছে সিরিয়ালটির। 

বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্টুডিওতে সিরিয়ালটির শুটিং হচ্ছিল। বিকেল ৪.৩০টের দিকে আগুনের খবর আসে। কোনও হতাহতের খবর নেই। তবে আগুনে নীচের তলার ২ হাজার বর্গফুটের স্টুডিয়োর ক্ষতি হয়েছে।

প্রায় ২০০০ বর্গফুট এলাকায় প্রথমে আগুন লাগে। এরপর দ্রুত সেই আগুন স্টুডিওর অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় পুর এলাকা। সূত্রের খবর, কমপক্ষে ১২টি দমকলের ইঞ্জিন, সাতটি জলের পাইপ, একটি জলের ট্যাঙ্কার এনে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার ব্রিগেড আগুনটিকে লেভেল-৩ বলে দাবি করেছে এবং লেভেল-৪ সবচেয়ে গুরুতর।


Follow us on :