১৪ মে, ২০২৪

Budget 2023: ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড়, বড় ঘোষণা বাজেটে
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-01 12:06:54   Share:   

সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister) পেশ করলেন কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023)। দ্বিতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ এই বাজেট বক্তৃতার দিকে তাকিয়ে গোটা দেশ। বুধবার সকাল থেকেই শেয়ার বাজার সূচক ছিল ঊর্ধ্বমুখী। এদিন রাষ্ট্রপতির থেকে বাজেট বক্তৃতার অনুমতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union Cabinet) বৈঠক বসে। সেখানেই অর্থ মন্ত্রকের তৈরি করা বাজেটে সিলমোহর বসানো হয়। প্রান্তিক এবং জনজাতি মানুষের উন্নয়নে এই বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। এদিন বক্তৃতার শুরুতেই এমনটাই জানান অর্থমন্ত্রী। দ্বিতীয় এবং তৃতীয় সারির শহরগুলোয় পরিকাঠামো উন্নয়নে এবং দেশে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটাতে বিশেষ জোর দিয়েছেন অর্থমন্ত্রী। এযাবৎকাল বাজেটে ঘোষিত প্রকল্প এবং বরাদ্দ এক নজরে। 


  • জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তর-পূর্বে বিশেষ নজর 
  • শহরাঞ্চলের উন্নয়নের জন্য ১০ হাজার কোটি
  • কিষাণ ক্রেডিট কার্ডের জন্য ২০ লক্ষ কোটি টাকা বরাদ্দ 
  • মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ৩৮ হাজার ৩৮০ জন শিক্ষক নিয়োগ
  • আঞ্চলিক যোগাযোগ বাড়াতে নতুন বিমানবন্দর এবং হেলিপ্যাড তৈরি
  • ৫০টি বিমান বন্দরের আধুনিকীকরণ
  • সরকারি পুরনো গাড়ি এবং অ্যাম্বুলেন্স বাতিলে জোর
  • আগামি ৩ বছরে লক্ষ লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে
  • কৃষকদের জন্য ডিজিটাল পাবলিক পরিকাঠামো 
  • রেল প্রকল্পের জন্য ২.৪০ লক্ষ কোটি বিনিয়োগ
  • ২০১৩-১৪ সালের থেকে রেলে বিনিয়োগ নয় গুণ বেশি
  • রিটার্ন দাখিল এবং কেওয়াইসি পূরণ সহজতর করা হবে
  • প্যান কার্ড ব্যবহারে বিশেষ জোর  
  • কমবয়সীদের জন্য কর্মসংস্থান তৈরির চেষ্টা 
  • ব্যাঙ্কিং পরিষেবার মান উন্নত করার উপর জোর
  • ১৫ লক্ষ থেকে ৩০ লক্ষ সিনিয়র সিটিজেন স্কিম
  • ৬৩ হাজার কোটি টাকার কৃষি ঋণ
  • কৃষি ঋণে ছাড় চালু থাকবে
  • আদিবাসীদের উন্নয়নে বিশেষ প্রকল্প
  • ৪৭ লক্ষ যুবককে স্টাইপেন্ড দেওয়া হবে, এর জন্য আলাদা অর্থ বরাদ্দ
  • মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালু 
  • প্রবীণ নাগরিকদের সেভিংস স্কিমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে 
  • ন্যাশনাল ডেটা গভর্নেন্স স্কিম চালু হবে 
  • EPFO-র সদস্য সংখ্যা ২৭ লক্ষ ছাড়িয়েছে
  • নয় বছরে দেশের অর্থনীতি নবম থেকে পঞ্চম স্থানে এসেছে
  • ৪ শহরে ১৫৭টি নার্সিং কলেজ চালু হবে
  • মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু 
  • জয়েন্ট অ্যাকাউন্টে এখন থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে
  • আগে রাখা যেত ৯ লক্ষ টাকা
  • পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে সাড়ে ৪ লক্ষের বদলে ৯ লক্ষ টাকা 
  • মোবাইল ফোন, টিভির যন্ত্রাংশ ক্যামেরার লেন্স যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় 
  • বাজেট ঘাটতির মাত্রা সাড়ে ৪% করা হয়েছে
  • ভারতে মোবাইল উৎপাদন বেড়েছে
  • সিগারেটে ১৬% কর বাড়ল
  • মহিলারা ২ লক্ষ টাকা ২ বছরে রাখলে সাড়ে ৭% সুদ
  • আয়করের ঊর্ধ্বসীমা বাড়ল ৫ লক্ষ টাকা-৭ লক্ষ টাকা 
  • ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় কর শূন্য, অর্থাৎ ৭ লক্ষ পর্যন্ত যাঁদের আয়, তাদের কর দিতে হবে না
  • নতুন ট্যাক্স রেট: ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর নয়
  • ৩-৬ লক্ষ টাকা আয়ে ৫% আয়কর
  • ৬-৯ লক্ষ টাকা আয়ে ১০% আয়কর
  • ৯-১২ লক্ষ টাকা আয়ে ১৫% আয়কর
  • ১২-১৫ লক্ষ আয়ে ২০% আয়কর


Follow us on :