একই পরিবারের ৪ সদস্যের দেহ উদ্ধারে (Deadbody) চাঞ্চল্য ছড়াল পুনেতে (Pune)। জানা গিয়েছে, শুক্রবার রাতে মুন্ধুওয়ার কেশবনগর এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস (Police)। পুলিস সূত্রে খবর, মৃতরা হলেন দীপক থোটে (৫৫), তাঁর স্ত্রী ইন্দু (৪৫) এবং ওই দম্পতির ২৪ বছর বয়সি পুত্র ও ১৭ বছর বয়সি কন্যা। প্রাথমিক অনুমান, বিষ খেয়ে গোটা পরিবার আত্মহত্যা করেছে। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিস সূত্রে খবর। পুলিসের এক আধিকারিক বলেছেন, 'ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে সব দিক খতিয়ে দেখছি আমরা।' জানা গিয়েছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলেন তাঁরা। যার জেরেও আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হচ্ছে। সেই রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
একই পরিবারের ৪ সদস্যের দেহ উদ্ধারে (Deadbody) চাঞ্চল্য ছড়াল পুনেতে (Pune)। জানা গিয়েছে, শুক্রবার রাতে মুন্ধুওয়ার কেশবনগর এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস (Police)। পুলিস সূত্রে খবর, মৃতরা হলেন দীপক থোটে (৫৫), তাঁর স্ত্রী ইন্দু (৪৫) এবং ওই দম্পতির ২৪ বছর বয়সি পুত্র ও ১৭ বছর বয়সি কন্যা। প্রাথমিক অনুমান, বিষ খেয়ে গোটা পরিবার আত্মহত্যা করেছে। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিস সূত্রে খবর।
পুলিসের এক আধিকারিক বলেছেন, 'ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে সব দিক খতিয়ে দেখছি আমরা।' জানা গিয়েছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলেন তাঁরা। যার জেরেও আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হচ্ছে। সেই রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।