১৬ মে, ২০২৪

Elephant: জিম করবেটে ফিরছে এলিফ্যান্ট সাফারি, আরও পর্যটক টানতে উদ্যোগী উত্তরাখন্ড সরকার
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-17 16:21:21   Share:   

আবার চালু করা হবে ‘এলিফ্যান্ট সাফারি’। সকল নিয়মবিধি মেনেই হাতির (Elephant Safari) পিঠে সাফারি চালু করা হবে। শনিবার করবেট টাইগার ফাউন্ডেশন-এর বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। বৈঠকে করবেট টাইগার ফাউন্ডেশনের পাশাপাশি হাজির ছিলেন বন দফতরের আধিকারিক সহ উত্তরাখন্ডের (Uttarkhand) বনমন্ত্রী সুবোধ উনিয়াল। 

জানা গিয়েছে, পাঁচ বছর আগে বাণিজ্যিক ক্ষেত্রে হাতিদের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নৈনিতাল হাইকোর্ট। আর তারপর থেকেই হাতির পিঠে চড়ে ভ্রমণ বা ‘এলিফ্যান্ট সাফারি’ বন্ধ হয়ে গিয়েছিল জিম করবেট জাতীয় উদ্যান এবং রাজাজি জাতীয় উদ্যানে। তবে আবার চালু হবে এই সাফারি। এপ্রিল মাসের মধ্যেই হাতির পিঠে চেপে সাফারির অভিজ্ঞতা অর্জন করতে পারবেন পর্যটকেরা।  

শনিবারের বৈঠকে উত্তরাখন্ডের বনমন্ত্রী সুবোধ উনিয়াল জানান, 'পরিস্থিতি অনুযায়ী প্রতিটি নিয়মের ব্যাখ্যা আলাদা হতে পারে। তবে, এলিফ্যান্ট সাফারি শুরু করা হলে তা রাজ্যের ইকো ট্যুরিজমের জন্য লাভজনক হবে।’ তাই আগামী দু’সপ্তাহের মধ্যেই দুটি জাতীয় উদ্যানে এলিফ্যান্ট সাফারি শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Follow us on :