২৭ এপ্রিল, ২০২৪

Saigal: গরু পাচার-কাণ্ডে চাপ বাড়ছে অনুব্রতর? এবার সায়গলের স্ত্রীকে দিল্লিতে ইডির তলব
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-28 12:24:17   Share:   

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক মণীশ কোঠারিকে তলব করলো ইডি (ED) ২-রা নভেম্বর দিল্লির দফতরে ডেকে পাঠানো হয়েছে। এদিকে, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) স্ত্রীকে তলব করেছে ইডি। ৩০শে অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাকে দিল্লিতে ডাকা হয়েছে। গরু পাচার-কাণ্ডে (Cow Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য এই তলব।

একইভাবে ২ নভেম্বর দিল্লিতে অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে তলব করেছে কেন্দ্রীয় এই সংস্থা। এক মিডলম্যানের মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা কলকাতায় নির্বাচনের আগে এসেছিল। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। অপরদিকে, জটিল আইনি লড়াইয়ে জিতে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে সক্ষম হয়েছে ইডি। সপ্তাহখানেক আগে আসানসোল জেলে বন্দি সায়গলকে দিল্লি আনতে সবুজ সংকেত দিয়েছিল রউস অ্যাভেনিউ আদালত। সেই নির্দেশ বহাল রাখে দিল্লি হাইকোর্ট। তারপরেই কড়া নিরাপত্তায় মুড়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে দিল্লি উড়িয়ে আনে কেন্দ্রীয় সংস্থা।


Follow us on :