২৭ এপ্রিল, ২০২৪

ED: দেহরক্ষীর পর এবার গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ, বুধে সুকন্যার হাজিরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-14 21:05:30   Share:   

ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক মণীশ কোঠারি। মঙ্গলবার সকাল ১১টা থেকে গরু পাচার-কাণ্ডে (Cow Smuggling Case) তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি (ED)। সেই জিজ্ঞসাবাদ পর্বের মধ্যেই সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয় মণীশকে (Manish Kothari)। এদিন জিজ্ঞাসাবাদের মধ্যে একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। মণীশ কোঠারিকে বসানো হয় অনুব্রতর মুখোমুখি। কিন্তু তাও সঠিক তথ্য তাঁর থেকে না পাওয়ায় গ্রেফতারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যে গরু পাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।  

এ প্রসঙ্গে উল্লেখ্য, বুধবার দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। তাঁকেও বীরভূম তৃণমূল সভাপতির সামনে বসাতে পারে ইডি। গত সপ্তাহেই আইনি জট কাটিয়ে আসানসোল থেকে দিল্লিতে আনা হয়েছে অনুব্রত মণ্ডলকে। প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১১ দিন ইডি হেফাজতে অনুব্রত। এই হেফাজতে থাকা অবস্থায় গরু পাচার-কাণ্ডে অনুব্রতর ভূমিকা যাচাই করে নিতে চায় কেন্দ্রীয় সংস্থা। এই মামলায় এযাবৎকাল একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। এঁদের প্রশ্ন করে বিশেষ করে মূল পাণ্ডা এনামূল হকের মুখে উঠে আসে অনুব্রতর নাম। 

     


Follow us on :