১৪ মে, ২০২৪

AAP: আর্থিক তছরুপ মামলায় এবারে আপ বিধায়কের বাড়িতে ইডির হানা
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-10 14:30:27   Share:   

জোর ধাক্কা আপ (AAP) শিবিরে। এবারে এক আম আদমি পার্টির বিধায়কের বাড়িতে ইডির (Enforcement Directorate) হানা। সূত্রের খবর, ১০ অক্টোবর, মঙ্গলবার সকাল সকাল আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের (Amanatullah Khan) দিল্লির বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ তছরুপের মামলায় তল্লাশি চালানো হয় আপ বিধায়কের বাড়িতে।

আমানাতুল্লাহ খান দিল্লির ওখলা কেন্দ্রের বিধায়ক। আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লি দুর্নীতিদমন ব্যুরো এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পৃথক ভাবে এফআইআর দায়ের করে। আপ বিধায়কের নাম ছিল সেই এফআইআরে। সূত্রের খবর, দিল্লি ওয়াকফ বোর্ডে অবৈধ নিয়োগের সঙ্গে আমানাতুল্লাহ খান জড়িত রয়েছেন। ওই বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ। ফলে এফআইআরের ভিত্তিতেই ইডি আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে। আর এই দুর্নীতির তদন্ত করতেই মঙ্গলবার তাঁর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।


Follow us on :