১৪ মে, ২০২৪

Dog: প্রাতঃকৃত্যে বেড়িয়ে কুকুরের হামলা, ছত্তিশগড়ে মৃত শিশু! তদন্তে পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-08 18:47:55   Share:   

ফের পথকুকুরের (Stray Dog) আক্রমণের (Attack) ঘটনা। মৃত্যু (Death) হল পাঁচ বছরের শিশুর (Child)। জানা গিয়েছে, ভোরবেলা প্রাতঃকৃত্য সারতে রাস্তায় বেড়িয়েছিল শিশুটি। সেসময় শিশুকে ঘিরে ধরে একদল পথকুকুর। এর ফলে তার মৃত্যু হয় বলে অভিযোগ। শরীরের মিলেছে আঘাতের চিহ্নও। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) কোরিয়া জেলার বৈকুণ্ঠপুরে।

পুলিস সূত্রে খবর, মৃত শিশুর নাম সুকান্তি। শুক্রবার সকাল ৬টা নাগাদ সে প্রাতঃকৃত্যের জন্য মার্গদর্শন স্কুল রোডের রাস্তায় বেড়িয়েছিল। তখনই শিশুটির উপর হামলা হয়। কুকুরের কামড়ে গুরুতর আহত হয়। পরে মৃত্যু হয় শিশুটির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পুলিস জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুকুরের কামড়েই শিশুটির মৃত্যু হয়েছে। তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।

উল্লেখ্য, পথকুকুরের আক্রমণে শিশুর মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। একের পর এক শিশুর মৃত্যু কুকুরের আক্রমণে, তা সত্যি আতঙ্কের বিষয়।


Follow us on :