২৬ এপ্রিল, ২০২৪

Delhi: আবগারি দুর্নীতির জের, গ্রেফতার কেজরিওয়ালের ডেপুটি মণীশ সিসোদিয়া
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-27 10:11:25   Share:   

ধারাবাহিক জেরা এবং তল্লাশি অভিযানের পর আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সিবিআই চার্জশিটে তাঁর নাম রয়েছে। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। জানা গিয়েছে, এই মামলায় আগে গ্রেফতার হয়েছেন মণীশ-ঘনিষ্ঠ আপ নেতা বিজয় নায়ার। দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে কেন এত বিতর্ক, যাতে অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটির বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিয়েছে সিবিআই? 

জানা গিয়েছে, ২০২১-র ১৬ নভেম্বর রাজ্যের আবগারি নীতিতে বদল এনেছে দিল্লির আপ সরকার। বদল আসে মদ কেনাবেচার পদ্ধতিতে। নতুন নীতিতে সরকারি মদের দোকান বন্ধ করে বেসরকারি মদের দোকানে মদ বিক্রির অনুমতি দেওয়ার কথা ছিল। কেজরিওয়াল সরকার চেয়েছিল, নতুন করে প্রায় সাড়ে ৮০০ মদের দোকান খোলা হবে।

এদিকে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আবগারি দফতরের দায়িত্বে। নতুন আবগারি নীতিতে মদের কালোবাজারি বন্ধ হওয়ার সঙ্গে রাজস্ব আদায় বাড়বে বলেও সরকারি নথিতে দাবি করা হয়েছিল। এই নীতি কার্যকর করতে আবগারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম-সহ আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।

যার জেরে নতুন আবগারি নীতি চালুর ঠিক ৮ মাস পর, তা প্রত্যাহার করে নেওয়া হয়।


Follow us on :