২৬ এপ্রিল, ২০২৪

weather:দিল্লি এবং এনসিআর-র একাধিক জায়গায় পারদ হিমাঙ্কের নিচে, হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে উত্তর
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-17 16:10:41   Share:   

উত্তর ভারতের হাড়কাঁপানো ঠাণ্ডায় সাধারণ মানুষের প্রাণ বিপর্যস্ত। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তর ভারতের অন্য জেলাগুলি ঠাণ্ডায় বিপর্যস্ত। চড়চড় করে পারদ নামায় সাধারন মানুষের নাজেহাল অবস্থা। দিল্লি ছাড়া এনসিআর-র অন্য রাজ্যগুলোর তাপমাত্রা কখনও কখনও হিমাঙ্কের নিচে পৌছে গিয়েছে। আর এই তাপমাত্রা এই মুহূর্তে বাড়ার কোনও লক্ষণ দেখছেন না আবহবিদরা। কিন্তু উত্তর ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে এবছর ঠাণ্ডায় উত্তর ভারতে প্রচুর মানুষ মারা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ছে। এর ফলে সাধারন মানুষের জীবন যাত্রায় খানিকটা ব্যাহত। তবে কলকাতা ছাড়া বাংলার পশ্চিমের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ,হাওড়া ও উত্তর ২৪ পরগনায় হালকা-মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি আছে বলে আশঙ্কা  আবহবিদদের।



Follow us on :