২৬ এপ্রিল, ২০২৪

Delhi: একজন মহিলা সঙ্গে থাকছেন মানে যৌন সম্পর্কে সম্মতি নয়: দিল্লি হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-15 17:11:16   Share:   

চেক প্রজাতন্ত্রের এক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্কের (Rape Attempt) অভিযোগে সঞ্জয় মালিক ওরফে সন্ত সেবক দাস জামিনের আবেদন করেন দিল্লি হাইকোর্টে (Delhi High Court)। আদালতে সঞ্জয়ের আইনজীবী জামিনের আবেদন বলেছিলেন, 'ওই মহিলা দীর্ঘ দিন আমার মক্কেলের সঙ্গে ছিলেন।' কিন্তু অভিযুক্তর এই যুক্তি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি (Justice) অনুপ জয়রাম ভাম্বানি স্পষ্ট ভাষায় জানান, 'কোনও মহিলা সঙ্গে থাকছে মানেই সে যৌন সম্পর্কেও রাজি, এমনটা নয়। একজন মহিলা যদি কোনও পুরুষের সঙ্গে থাকতে সম্মত হন, তা যতদিনের জন্য হোক না কেন তা কখনই যৌন সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হতে পারে না।' 

মহিলাদের উপর যৌন নির্যাতনের অনেক মামলার শুনানিতেই অতীতে এই ধরনের প্রশ্ন উঠে এসেছে। নির্যাতিতা আচরণের মধ্যে দিয়েই এই ধরনের অপরাধকে প্রশ্রয় দেন। এই বিষয়ে পিঙ্ক ছবির একটি কোর্টরুম সংলাপ খুব গুরুত্বপূর্ণ। 'নো মিনস, নো।'

পিঙ্ক ছবিতে আইনজীবী দীপক সেহগলের ভুমিকায় অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, তাঁর মক্কেল মিনাল অরোরা যদি সেদিন নিজের সম্ভ্রম বাঁচাতে অভিযুক্ত যুবককে খুন না করতেন, তাহলে তাঁকে নিশ্চিতভাবেই ধর্ষণের শিকার হতে হত। কোর্টরুম ড্রামার এই প্রশ্নের জবাব এদিন দিয়ে দিল দিল্লি হাইকোর্ট। 


Follow us on :