১৪ মে, ২০২৪

DA: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য় খুশির খবর, শীঘ্রই তিন শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-07 12:06:09   Share:   

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government employee) জন্য় খুশির খবর। শীঘ্রই মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী। এক কোটিরও বেশি কর্মীর ডিএ তিন শতাংশ বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ ডিএ-র পরিমাণ ৪২ থেকে গিয়ে দাঁড়াবে ৪৫ শতাংশে। তবে এই ডিএ বৃদ্ধি নিয়ে অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশনে’র সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘আমরা চার শতাংশ ডিএ বৃদ্ধির দাবি জানিয়েছিলাম। কিন্তু সরকারের তরফে বলা হয়েছে তিন শতাংশ বৃদ্ধি করা হবে।’’

কেন্দ্রের হারে ডিএ-র দাবিতে সরব পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এই নিয়ে আইনি লড়াইও চলছে। এমনকি সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলা। ডিএ-র দাবিতে কলকাতায় শহিদ মিনারের নীচে সরকারি কর্মীদের অবস্থান বিক্ষেভও চলছে। তাই সবদিক চিন্তা ভাবনা করে তিন শতাংশ ডিএ বাড়ানো হতে পারে, এমনটাই জানা গিয়েছে।   


Follow us on :