২৭ এপ্রিল, ২০২৪

Cyclone: ঘূর্ণিঝড় 'মনদৌস'-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, একাধিক রাজ্যে জারি কমলা সতর্কতা
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-08 11:11:47   Share:   

ফের ঘূর্ণিঝড়ের (Cyclone) আতঙ্ক। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় 'মনদৌস' (Mandous)-এ পরিণত হয়েছে। যার জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তুমুল ঝড়বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গত তিন ঘণ্টায় ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে প্রায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে চলে গিয়েছে। এর ফলে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে চেন্নাইয়ে। এছাড়া বৃহস্পতিবার মধ্যরাতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রায় ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে৷

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) দলগুলি তামিলনাড়ুতে নাগাপট্টিনাম, থাঞ্জাভুর, তিরুভারুর, কুদ্দালোর, মাইলাদুথুরাই এবং চেন্নাইতে মোতায়েন করা হয়েছিল। এনডিআরএফ-এর তিনটি দল পুদুচেরি এবং কারাইকাল মোতায়েন করা হয়েছে। দুটি কন্ট্রোল রুম ও স্বাস্থ্যকেন্দ্রও চালু রয়েছে। দক্ষিণ ভারতে ‘মনদৌস’-এর প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাংলায় এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তবুও  নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের অবস্থানের দিকে নজর রাখা হচ্ছে। ‘মনদৌস’-এর প্রভাবে বাংলায় বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়বে। শীতের মুখে তাপমাত্রার পারদ বেশ খানিকটা চড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


Follow us on :