০৯ মে, ২০২৪

Covid: ফের দেশে করোনা উপদ্রব, একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার পার
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-20 17:08:31   Share:   

করোনা (Covid) সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। একদিনে ২০ শতাংশ বৃদ্ধি পেল করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, বুধবার ২৪ ঘণ্টায় দেশে মোট ১২,৫৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু (Death) হয়েছে ২৯ জনের। বৃহস্পতিবার, নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর বর্তমানে দেশে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ৬৫,২৮৬ জন হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, ৪ কোটি ৪২ লক্ষ ৬১ হাজার ৪৭৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, বুধবার দেশে ১০,৫৪২ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে এক ধাক্কায় সংক্রমিতের সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২,৫৯১ হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত এই ভাবে ধাপে-ধাপে বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে কোভিড নিয়ে আবার আতঙ্কিত তৈরি হয়েছে। 

সেক্ষেত্রে  চিকিৎসকদের দাবি, এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। পাশাপাশি কোভিডের প্রয়োজনীয় নিয়ম-নীতি মেনে চলার এবং বুস্টার টিকা নেওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁদের অনুমান করোনা ফের ওমিক্রন রূপে দেশজুড়ে আবার নতুন করে প্রভাব তৈরি করতে চলেছে।


Follow us on :