১০ মে, ২০২৪

Adhir: লোকসভার কাজে বাধা! এবারে সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী সহ ৩৩ জন সাংসদ
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-18 15:31:20   Share:   

এবারে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সাসপেন্ড। শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। তবে শুধুমাত্র অধীর নন, মোট ৩৩ জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। আর এই তালিকায় রয়েছে শাসকদলেরই এক ঝাঁক সাংসদ। তৃণমূলের সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত মাল, প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। আবার কংগ্রেসের 'সাসপেন্ডেড' সাংসদদের মধ্যে রয়েছেন গৌরব গগৈ।  ডিএমকে সাংসদ এ রাজা, দয়ানিধি মারান, টি আর বালুকে-ও সাসপেন্ড করা হয় সোমবার।

জানা গিয়েছে, লোকসভার স্বাভাবিক কাজে বাধা দেওয়া ও ওয়েলে নেমে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। ফলে তাঁদের লোকসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত বাদল অধিবেশনেও লোকসভায় 'অসংসদীয় শব্দ' ব্যবহার করার জন্য সাসপেন্ড হয়েছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার শীতকালীন অধিবেশনেও অধীর সহ মোট ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।


Follow us on :