১৬ মে, ২০২৪

Chhattisgarh: ছত্রিশগড়ে অটুট রইলো কংগ্রেসের ক্ষমতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-22 14:55:35   Share:   

প্রসূন গুপ্ত: এই বছরের শেষে ৪ রাজ্যের নির্বাচন। মধ্যপ্রদেশ , ছত্রিশগড় , রাজস্থান এবং তেলেঙ্গানা। এর মধ্যে ছত্রিশগড় ও রাজস্থান কংগ্রেসের দখলে। ৫ বছর আগে মধ্যপ্রদেশেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কমলনাথের নেতৃত্বে সরকার গঠন করেছিল কংগ্রেস কিন্তু মুখ্যমন্ত্রী না হতে পেরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে এক ঝাঁক বিধায়ক বিজেপিতে যোগ দিলে ফের ক্ষমতা দখল করে গেরুয়া শিবির। কিন্তু ছত্রিশগড়ে দুর্দান্ত ফল করেছিল কংগ্রেস। ৯০ আসনের মধ্যে তাদের দখলে আসে ৭১টি আসন, বিজেপি পায় ১৪ টি এবং অন্যান্য দল পায় ৫টি কাজেই এ ক্ষেত্রে ঘোড়া কেনাবেঁচা কঠিন থাকার ফলে ভুপেশ বাঘেলের নেতৃত্বে কংগ্রেস দিব্বি ৫টি বছর চালিয়ে গিয়েছে। একটি বাস্তব ঘটনা এই মুহূর্তে দেশের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী কিন্তু বাঘেল। রাজ্যের অধিবাসীরাও এখনও খুশি বাঘেলের কাজে। অনেকগুলি ওপিনিয়ন পোলে ভূপেশের ফের ক্ষমতায় আসার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে দুটি ঘটনা ঘটেছে যা ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছে বাঘেল সরকার।

প্রথমত মনিপুরের সংকট নিয়ে অবশেষে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিন্দা করেছিলেন এবং বর্ষাকালীন সংসদ শুরুর আগেই মিডিয়ার সামনে এসেছিলেন। সেখানে মোদী বলেন যে , মনিপুর , রাজস্থান এবং ছত্রিশগড়ে মহিলাদের উপর অত্যাচার চলেছে। পরদিনই প্রতিবাদ করেন বাঘেল এবং জানান যে, যাই ঘটুক না কেন ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর শুক্রবার বিরোধী বিজেপি বর্তমান সরকারের বিরুদ্ধে অনিয়ম, কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগ এনে 'অনাস্থা প্রস্তাব' আনে। বিশেষজ্ঞরা বলেছে যে , সামনেই নির্বাচন তাই কেন্দ্র বারবার তাদের চাপে ফেলার চেষ্টা করছে। দীর্ঘ সময়ে ধরে ছত্রিশগড় বিধানসভায় তর্ক বিতর্ক চলে। রাত ১ টার পর ভোটাভুটি হয় এবং ধোনি ভোটে ক্ষমতা নিশ্চিন্ত করেন বাঘেল। ৭১ - ১৩ ভোটে বিজেপির আবেদন খারিজ হয় যায়। আসন্ন নির্বাচনের আগে সময় পেয়ে গেলেন কংগ্রেস সরকার।


Follow us on :