১৭ মে, ২০২৪

landslide: যোশীমঠে আবার ধস, জানুন ঠিক কী পরিস্থিতি ওখানে
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-05 13:55:20   Share:   

মনি ভট্টাচার্য: উত্তরাখণ্ডে (Uttrakhand) ধস (Landslide) নতুন কিছু নয়। এবার ধসটা নামলো বদ্রীনাথের (Badrinath) রাস্তায়। বদ্রীনাথের পথে যোশীমঠের পাশে একটি গ্রাম হেলেঙ। সেখানে রাস্তায় ধসের জন্য বৃহস্পতিবার সকাল থেকে বদ্রীনাথ যাত্রা বন্ধ ছিল। যদিও এই ধসে কোনও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর। 

কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় সিএন-ডিজিটালকে জানিয়েছেন, 'যোশীমঠের আগে হেলেঙ নামক জায়গায় ধস নেমেছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।' 

এ বিষয়ে চামোলী জেলার পুলিস সুপার প্রমেন্দ্র দোভাল সিএন-ডিজিটালকে বলেন, 'যোশীমঠের আগে হেলেঙ গ্রামে ধসের কারণে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ ছিল। উত্তরাখণ্ড পুলিসের অগ্রিম প্রস্তুতি থাকে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য। বর্তমানে বদ্রীনাথ যাওয়ার রাস্তা খোলা আছে। পুণ্যার্থীদের কোনও অসুবিধা হবে না বদ্রীনাথ যেতে।'


Follow us on :