২৬ এপ্রিল, ২০২৪

North India: হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথুবু উত্তর, ব্যাহত রেল পরিষেবা! দেরিতে কোন ট্রেনগুলি জানুন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-12 13:12:09   Share:   

হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথুবু উত্তর ভারতের (North India) একাংশ। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে সেখানকার একাধিক শহর-সহ জাতীয় রাজধানীও। শৈত্যপ্রবাহের (Cold Wave) দাপট চলছে দিল্লি এবং এনসিআর জুড়ে (Delhi-NCR)। এই পরিস্থিতির ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়ার সামান্য উন্নতি দেখা গেলেও, বৃহস্পতিবার ঘন কুয়াশা দেখা গিয়েছে একাধিক জায়গায়। কম দৃশ্যমানতার কারণে ট্রেন-বিমান চলাচল প্রভাবিত।

জানা গিয়েছে, উত্তর রেলওয়ে অঞ্চলে ঘন কুয়াশার কারণে ২৩টি ট্রেন দেরিতে চলছে। রেল মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস, দ্বারভাঙ্গা-নিউ দিল্লি ক্লোন স্পেশাল, পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, গয়া-নয়াদিল্লি মহাবোধি এক্সপ্রেস, মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেস, ডক্টর আম্বেদকর নগর-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা মালওয়া সুপারফাস্ট এক্সপ্রেস, এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ দিল্লি গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস ইত্যাদি।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতে কুয়াশার অবস্থা বর্তমান। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাতাসের দাপটও বেড়েছে।


Follow us on :