১৩ মে, ২০২৪

Aksai Chin: আকসাই চিনের কাছে সুড়ঙ্গ খুঁড়ছে চিনা ফৌজ! নয়া ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-30 11:35:03   Share:   

অরুণাচলপ্রদেশকে (Arunachal Pradesh) ফের একবার নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল চিন। আকসাই চিনকেও (Aksai Chin) চিনের (China) অংশ বলে দাবি করা হয়। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তবে এর উত্তরেও উপযুক্ত জবাব দিয়েছে ভারত (India)। অরুণাচলপ্রদেশ দেশের 'অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ আছে, ছিল ও থাকবে' বলে জানিয়েছে ভারত। কিন্তু এরই মাঝে আরও এক তথ্য প্রকাশ্যে এসেছে, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। জানা গিয়েছে, আকসাই চিন উপত্যকার কাছে সুড়ঙ্গ তৈরি করছে লাল ফৌজ। আর সেই ছবি উপগ্রহের তোলা চিত্রে ধরা পড়েছে।


সেই চিত্রে দেখা যাচ্ছে, উত্তর লাদাখ থেকে ৬০ কিমি পূর্বে ডেপসাং অঞ্চলে মাটিতে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করছে চিনা সেনা। সেখানকার সরু নদী উপত্যকায় তৈরি করছে সেনা ছাউনি। ওই অঞ্চলটি আকসাই চিনের অন্তর্গত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই এই কাজ করছে চিন।  শুধু তাই নয়, ওই অঞ্চলে নদীর দুই পারে অন্তত ১১টি সুড়ঙ্গের খোঁজ মিলেছে। গত কয়েক মাস ধরেই এখানে চিন ঘাঁটি বানাচ্ছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞ মহলের দাবি, ওই সুড়ঙ্গগুলিতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রাখার পরিকল্পনা করছে লাল ফৌজ।


Follow us on :