২৬ এপ্রিল, ২০২৪

Gujrat: চিতা বাঘের হামলায় জুনাগড়ে মৃত এক শিশু, ঠাকুমার সঙ্গে নদীতে যাওয়াই কাল
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-25 09:54:41   Share:   

চিতা বাঘের (Cheetah Attack) হামলায় মৃত্যু এক শিশুকন্যার। শনিবার গুজরাতের (Gujrat) জুনাগড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নরখাদক এই বাঘ ধরতে জঙ্গলে খাঁচা পাতা হলেও, এখনও ধরা দেয়নি ওই চিতা বাঘ।

জানা গিয়েছে, শনিবার স্কুল থেকে ফিরে ঠাকুমার সঙ্গে নদীতে যাওয়ার বায়না ধরেছিল ৭ বছরের মন্নত রাঠোর। বাড়ির লোকেরা শেষ পর্যন্ত তাকে ঠাকুমার সঙ্গে যেতে দিলে, জেলার সোনারদি গ্রামের নদীতে যখন কাপড় ধুচ্ছিল ওই শিশু তখনই আচমকা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড়ে কামড়ে টেনে তোলে নদী থেকে। তারপর ঢুকে যায় জঙ্গলে। ঠাকুমার চিৎকারে আশেপাশের লোকেরা এসে চিতাবাঘটিকে তাড়া করে। একটি ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় মন্নতকে।

তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক চিতাবাঘকে ধরতে জঙ্গলের আশেপাশে অন্তত চারটি খাঁচা পাতা।

স্থানীয় সূত্রে খবর, ঠাকুমার চিৎকার শুনে গ্রামের লোকেরা চিতাবাঘকে তাড়া করলেও সে বালিকাকে নিয়ে একটি ঝোপের আড়ালে চলে যায়। গ্রামবাসীরা পাথর ছুড়লে পালায় চিতাবাঘটি। সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে।


Follow us on :