১৭ মে, ২০২৪

Chandrayaan 3: আরও কাছাকাছি চাঁদ! মাত্র ১৭৭ কিমি দূরে রয়েছে চন্দ্রযান ৩
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-14 18:09:33   Share:   

চাঁদের আরও কাছে ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চাঁদের বুকে নামতে এখন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মাত্র ১৭৭ কিমি পথ পার করলেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। ইসরো সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার আরও একটি চাঁদের কক্ষপথ ঘোরা সম্পূর্ণ করেছে চন্দ্রযান ৩। এরপর ১৬ অগাস্ট ফের একবার চাঁদের কক্ষপথ পরিবর্তন করবে মহাকাশযানটি।

ইসরো সূত্রে খবর, সোমবার আজ অর্থাৎ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে চাঁদের আরও একটি কক্ষপথ সফলভাবে ঘোরা সম্পূর্ণ করেছে। এরপর আগামী ১৬ অগাস্ট সকাল সাড়ে ৮টা নাগাদ ফের এক কক্ষপথ পরিবর্তন করবে চন্দ্রযান ৩। বর্তমানে মহাকাশযানটি ১৫০ কিমি X ১৭৭ কিমি দূরের কক্ষপথে রয়েছে। ফলে আর মাত্র কয়েকদিনের মধ্যেই চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে চলেছে ল্যান্ডার বিক্রম। জানা গিয়েছে, চাঁদের আর মাত্র দুটি কক্ষপথ পরিবর্তন করা বাকি রয়েছে। আর এই ধাপ অতিক্রম করলেই এই ইতিহাস গড়বে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের জন্য অবতরণ করে এই রেকর্ড গড়ার পথে ইসরো। ফলে সেই দিনটিই দেখার অপেক্ষোয় বিশ্ববাসী।


Follow us on :