১৫ মে, ২০২৪

India: জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থান হয়ে উঠছে কানাডা! অভিযোগ বিদেশমন্ত্রকের
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-21 20:16:57   Share:   

খলিস্তানিপন্থি শিখ নেতা তথা জঙ্গি (Terrorists) হিসাবে পরিচিত নিজ্জর সিং-এর হত্যার পিছনে ভারত রয়েছে, এমনটাই দাবি করেছে ট্রুডোর দেশ। এর পরই কানাডা-ভারত সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। আর এই দুই দেশের মধ্যে সংঘাত বৃদ্ধি পেয়ে চরমে পৌঁছেছে। এতদিন এই অভিযোগের সরাসরি উত্তর না দিলেও এবারে উপযুক্ত জবাব দিয়েছে ভারত। আজ অর্থাৎ ২১ সেপ্টেম্বর ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, কানাডা ধীরে ধীরে জঙ্গিদের আশ্রয়স্থ হয়ে উঠছে। ফলে এই বক্তব্যের পরই বোঝা যাচ্ছে, ভারত এবারে কানাডাকেও পাকিস্তানের আসনে বসিয়েছে।

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের যোগ রয়েছে বলে কয়েকদিন আগে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার তার নিন্দা করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, 'জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থান হয়ে উঠছে কানাডা।' ট্রুডোর এই অভিযোগকে 'পলিটিক্যালি ড্রিভেন' বলে মনে করছেন তিনি। এছাড়াও অরিন্দম বাগচি জানিয়েছেন, আশ্রয় পাওয়া ২০-২৫ জন জঙ্গিদের ভারতের কাছে তুলে দেওয়ার কথাও বলা হয়। কিন্তু সেই ক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি কানাডা। আবার নিজ্জর খুনের অভিযোগ আনার পিছনে তেমন কোনও প্রমাণও দেয়নি কানাডা, এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক। ফলে কানাডাকে উপযুক্ত জবাব দিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র পাকিস্তানের জায়গায় কানাডাকে বসালেন।


Follow us on :