২৭ এপ্রিল, ২০২৪

Bihar: জমির বিনিময়ে রেলে চাকরির অভিযোগ, রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-06 13:16:41   Share:   

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) পাশে দাঁড়িয়ে রবিবারই প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন একাধিক বিরোধী দলের নেতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর (CBI) 'অতিসক্রিয়তা' নিয়ে উষ্মা প্রকাশ করেন তাঁরা। সেই চিঠি পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই এবার রাবড়ি দেবীর বাসভবনে (Rabri Devi Residence) সিবিআই অভিযান। ঘটনাচক্রে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে সই রয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav)।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, জমি বেচে চাকরি, এই অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই পাটনায় রাবড়ী দেবীর বাড়ির সামনে পুলিস মোতায়েন। 

২০০৪-২০০৯ সাল পর্যন্ত লালুপ্রসাদ যাদব প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন। সেই সময় বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী-সহ দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধে।


Follow us on :