২২ মে, ২০২৪

Express: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বালেশ্বরের রেল কর্মীদের জেরা সিবিআইয়ের
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-08 11:07:05   Share:   

করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় এখন অবধি মৃত্যু (Death) হয়েছে ২৭৫ জনের। প্রাথমিকভাবে রেলের সুরক্ষা বিভাগীয় কমিশনারের দলীয় রিপোর্ট অনুযায়ী সিগনালিং বিভ্রাটের জন্যই এই দুর্ঘটনা। এরপর অবশ্য ঘটনাস্থল থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাত বা নাশকতার ছক দেখেন। এরপর তিনি এ ঘটনায় তদন্তের জন্য সিবিআই (CBI) সুপারিশ করেন।

প্রাথমিকভাবে তদন্ত নেমে সিবিআই আধিকারিকরা খড়গপুর ডিভিশনের সমস্ত উচ্চ আধিকারিকদের নিয়ে প্রাথমিক বৈঠকে বসেছিলেন। এরপর গতকাল অর্থাৎ বুধবার বালেশ্বরের সমস্ত রেল কর্মী, ইন্টারলকিং, লকম্যান, গেটম্যান সবাইকে জেরা করেন সিবিআই-এর একটি দল। পাশাপাশি তাঁরা বুধবার ফের ওই ঘটনাস্থল পরিদর্শনে যান।

ওদিকে দুর্ঘটনার পর বুধবারই প্রথম আপ করমন্ডল এক্সপ্রেসের চাকা গড়ায়। সঠিক টাইমেই বাহানাগা বাজার অর্থাৎ দুর্ঘটনাস্থল পেরোয় শালিমার থেকে ছাড়া আপ করমন্ডল এক্সপ্রেস।


Follow us on :