১৬ মে, ২০২৪

War:২৫ বছর আগে কার্গিল যুদ্ধের না ফাটা বোমা ফেটে নিহত এক কিশোর, কীভাবে সম্ভব
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-17 16:52:26   Share:   

প্রায় ২৫ বছর আগের কার্গিল যুদ্ধের(kargil war) না ফাটা বোমা বিস্ফোরণ, নিহত এক কিশোর। রবিবার লাদাখের কুরবাথাংয়ে অ্যাস্ট্রো ফুটবল মাঠ সংলগ্ন এলাকার এই ঘটনা। জানা গিয়েছে, বোমা ফেটে আহত আরও দুই কিশোর। তিন জনই স্থানীয় পাশকুমের খারজংয়ের বাসিন্দা। রবিবার পুলিস  জানিয়েছে, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় ব্যবহৃত এই বোমাটি কোনও কারণে বিস্ফোরণ হয়নি। বছরের পর বছর ধরে ওই জায়গাতেই পড়ে ছিল, আর তা ফেটেই দুর্ঘটনা। 

এই প্রসঙ্গে পাশকুমের কাউন্সিলর কাচো মোহাম্মদ ফিরোজ বলেন, '৩ জন কিশোর মাঠে ফুটবল খেলতে যাচ্ছিল। ওদের মধ্যে একজন মাঠের কাছে থাকা বোমায় হোঁচট খায়। আর এর ফলে বিস্ফোরণ ঘটে দুই কিশোর আলি নকী এবং মুনতাজির মেহেদি গুরুতর আহত হয়। তবে বাকির নামের এক কিশোর বোমা ফাটার কারণে মারা গিয়েছে। তিন জনকে কুরবাথাং জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বাকিরকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।'

এই ঘটনায় নিহতের পরিবারকে ৪ লক্ষ এবং আহতদের পরিবারকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন লাদাখের লেফটেনান্ট  গভর্নর (এলজি) বিডি মিশ্র। তিনি বলেছেন, 'আমি এই ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত। এটা দুর্ভাগ্যজনক যে এক জন কিশোর মারা গিয়েছে এবং অন্য দু’জন গুরুতর ভাবে আহত হয়েছে।'

তিনি আরও জানিয়েছেন, কার্গিল যুদ্ধের প্রভাব পড়েছিল এমন জায়গাগুলি নতুন করে অভিযান চালানো হবে। সেখানে এই ধরনের কোনও না-ফাটা বোমা থাকলে তা খুঁজে বার করে নিষ্ক্রিয় করা হবে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। সাধারণের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


Follow us on :