১২ মে, ২০২৪

Badrinath: ফের ধস উত্তরাখণ্ডে, বন্ধ রাখা হল বদ্রীনাথ জাতীয় সড়ক
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-01 20:24:05   Share:   

ফের ধসের (LandSlide) কারণে বন্ধ রাখা হল বদ্রীনাথ জাতীয় সড়ক (Badrinath National Highway)। গতকাল অর্থাৎ শুক্রবার সকালেই যানবাহন চলাচলের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছিল। কিন্তু রাত পেরোতেই ফের ধস। তাই আজ, শনিবার উত্তরাখণ্ডের বদ্রীনাথ জাতীয় মহাসড়ক আবার বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, উত্তরাখণ্ডের চামোলি জেলার ছিনকা এলাকায় সাত নম্বর জাতীয় সড়ক শনিবার বন্ধ রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার, ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে ভূমিধস এবং আকস্মিক বন্যার ফলে একই জায়গায় ভূমিধস হয় এবং বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। বৃহস্পতিবার সকালে বৃষ্টির কারণে ছিনকার কাছে প্রবল ভূমিধসের কারণে সড়কের ১০০ মিটার অংশ অবরুদ্ধ হয়ে পড়ে। আর এবারে ফের ধসের ফলে রাস্তা বন্ধ রাখা হল। এর জেরে আটকে পড়েছেন বহু পর্যটক এবং তীর্থযাত্রী। ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা খোলার কাজ শুরু করেছে।


Follow us on :