১৬ মে, ২০২৪

Chhattisgarh: নির্বাচনের ৭২ ঘন্টা আগে ছত্তিশগড়ে খুন বিজেপি নেতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-05 11:02:58   Share:   

প্রধানমন্ত্রীর ছত্তিশগড় সফরের মধ্যেই খুন রাজ্যের এক বিজেপি নেতা। তাও নির্বাচনের ঠিক বাহাত্তর ঘণ্টা আগে। অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে মাওবাদী উপদ্রুত বলে পরিচিত নারায়ণপুর জেলায় স্থানীয় কৌলনরে প্রচার করছিলেন রতন দুবে। সেইসময় তাঁকে খুন করে দুষ্কৃতীরা।

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, রতন জেলা বিজেপি সহ-সভাপতি ছিলেন। এমনকী তিনি ছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য।  বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পিকে জানিয়েছেন, ওই এলাকায় টহল দিচ্ছে পুলিশের একটি বড় দল। আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। খুনের নেপথ্যে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ছত্তীশগড়ে প্রথম দফার ভোট। ভোট হবে ২০টি আসনে। তারমধ্যে ১২টি মাওবাদী উপদ্রুত এলাকার অন্তর্গত। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে বাকি ৭০টি আসনে। ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর।


Follow us on :