১৪ মে, ২০২৪

iPhone Hack: 'শেষ দেখে ছাড়বে কেন্দ্র', মহুয়া-শশীদের আইফোন হ্যাক করার প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-31 17:29:16   Share:   

রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা দেশের একাধিক নেতা ও সাংসদের আইফোন হ্যাক করার চেষ্টা করছে, এমনটাই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন মহুয়া মৈত্র সহ একাধিক নেতা-সাংসদরা। অ্যাপেল থেকে যে সতর্কবার্তা এসেছে, সেটির স্ক্রিনশট নিয়েও টুইটে শেয়ার করেছেন তাঁরা। কিন্তু দেশের নেতা-সাংসদদের আইফোনে এমন সতর্কবার্তা আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে কেন্দ্রীয় সরকার। আজ অর্থাৎ মঙ্গলবারই তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ খুললেন। এই ঘটনায় তদন্তের নির্দশে দিল কেন্দ্রীয় সরকার।

সকালে মহুয়া মৈত্র এক্স অ্যাকাউন্টে অ্যাপেলের সতর্কবার্তা টুইটে শেয়ার পর একের পর এক একাধিক নেতা-সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে একই অভিযোগ আনেন। এর পরই অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠক করে জানান, 'সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। আমরা এর গভীরে গিয়ে বিষয়টি নিয়ে খতিয়ে দেখব।' সেইসঙ্গে তিনি বলেছেন, 'এই ধরনের নোটিফিকেশন খতিয়ে দেখবে সরকার। আর অ্যাপেল দাবি করেছে যে তাদের ডিভাইস সুরক্ষিত ও গোপনীয়তা বজায় রাখে, সেই বিষয়টিও খতিয়ে দেখবে সরকার।'

অশ্বিনী বৈষ্ণব আরও জানান, শুধু ভারতেই যে অ্যাপেল এই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে, তা নয়। সব মিলিয়ে ১৫০টি দেশে এই পরামর্শ জারি করা হয়েছে এই তথ্য প্রযুক্তি সংস্থার পক্ষ থেকে। ফলে নেতা-সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা অস্বীকার করেছেন ও অ্যাপেলের সতর্কবার্তাকে ভুয়ো বলে দাবি করেছেন। এছাড়াও তিনি বলেন, 'সরকার এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তবে দেশে কিছু সমালোচক রয়েছে। তাঁরা দেশের উন্নতি দেখতে পারেন না। কারণ তাঁদের পরিবার যখন ক্ষমতায় ছিল, তখন কেবলমাত্র নিজেদের কথাই ভেবেছিল।'


Follow us on :