১২ মে, ২০২৪

Ashok Gehlot: রাজস্থানের মুখ্যমন্ত্রীর পুত্রকে ইডির তলব, কংগ্রেস সভাপতির বাড়িতেও তল্লাশি
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-26 14:05:15   Share:   

রাজস্থানে (Rajasthan) বিধানসভা ভোটের আগে ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সি। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের মামলায় (foreign exchange violation case) রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার তাঁকে জয়পুরের ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে। ভোটমুখী রাজস্থানে মুখ্যমন্ত্রীর পুত্রকে ইডির তলব, ফলে এই নিয়ে জল্পনা তুঙ্গে। শুধুমাত্র বৈভব গেহলট নন, রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা।

রাজস্থানে এখন বিধানসভা নির্বাচনের উত্তেজনা চরমে। এমন সময়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্রকে তলব করায় জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, ২০২০ সালে বৈভবের বিরুদ্ধে অভিযোগ করেন জয়পুরের বাসিন্দা দুই ব্যক্তি। ওই অভিযোগে বলা হয়েছিল, মরিশাসের একটি সংস্থা থেকে অবৈধভাবে অর্থ নিয়েছিলেন গেহলট-পুত্র। চলতি বছরের শুরুর দিকেও এক বিজেপি সাংসদ ইডির কাছে অভিযোগ করেন, গেহলট কালো টাকা পাচার করছেন। তখনই আর্থিক তছরূপের অভিযোগ আনা হয় বৈভবের বিরুদ্ধে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

তবে শুধু বৈভব গেহলট নয়, একই সঙ্গে রাজস্থানে প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। জয়পুর এবং সিকারের বাড়িতে তল্লাশি চালানো হয়। গত বছর সেরাজ্যে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। এর পর আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁর দুই বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়।


Follow us on :