২৬ এপ্রিল, ২০২৪

Bihar: ড্রাই স্টেট বিহারে ফের বিষমদ-কাণ্ড! ছাপড়ার পর সিওয়ান, মৃত ৩, অসুস্থ ১২
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-23 12:47:44   Share:   

গত ডিসেম্বরে বিষমদ কাণ্ডে তোলপাড় হয়েছিল বিহার। ফের ফিরে এল বিষমদের (Hooch Tragedy) ছায়া। আর এবারও ঘটনাস্থল সেই বিহার। রবিবার বিহারের (Bihar) সিওয়ান জেলার একটি গ্রামে বিষমদ খেয়ে মৃত্যু (Death) হয়েছে কমপক্ষে ৩ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১২ জন। পুলিস জানিয়েছে, বিষমদ কাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করেছে পুলিস।

আবারও বিষমদের কারণে মৃত্যুর ঘটনা। যেখানে মদ নিষিদ্ধ বিহারে। ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। মধ্য রাতেই হাসপাতালে যান জেলাশাসক। জানা গিয়েছে, বিষমদ খেয়ে অসহ্য পেটে যন্ত্রণা অনুভব করেন। এরপর হাসপাতালে নিয়ে গেলে তিন জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিস। প্রশাসনের তরফে গ্রামে গ্রামে ক্যাম্পের আয়োজন করে বিষমদের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছর বিহারের ছাপড়ায় বিষমদ পান করে মারা গিয়েছেন কমপক্ষে ৭০ জন। এই নিয়ে প্রবল রাজনৈতিক টানাপোড়েন চলেছে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।


Follow us on :