১০ মে, ২০২৪

Air India: ফের খবরের শিরোনামে এয়ার ইণ্ডিয়া সংস্থা, একাধিক অভিযোগ, জানুন ঘটনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-13 19:24:24   Share:   

ফের এয়ার ইন্ডিয়া (Air India) বিমানের (Flight) ককপিটে বান্ধবীকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুই পাইলটের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়া সংস্থার একটি বিমানে। এমনই অভিযোগ করেছেন বিমানের কেবিন ক্রু। অভিযুক্ত ওই দুই পাইলটকে সাময়িকভাবে সাসপেণ্ড করলেন বিমান সংস্থা। গত ২৭ ফেব্রুয়ারিও একই ঘটনা ঘটেছিল এয়ার ইণ্ডিয়ার দিল্লি-দুবাই বিমানে। বিমানের ককপিটে বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট। ওই ঘটনায় অভিযুক্ত পাইলটের লাইসেন্স সাসপেন্ড করেছিল ডিজিসিএ। পাশাপাশি ৩০ লক্ষ টাকার জরিমানার নির্দেশও দেওয়া হয়েছিল বিমান সংস্থাকে।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া সংস্থার বিরুদ্ধে বারবার নানান অমানবিকতার অভিযোগ উঠেছে। এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের অপেক্ষায় প্রায় ৯ ঘণ্টা ধরে বিমানবন্দের অপেক্ষা করেছেন যাত্রীরা। তবে এই লম্বা সময়েই মাঝে যাত্রীদের প্রয়োজনীয় জল পরিষেবাও দেয়নি এই বিমান সংস্থা, এমনটাই অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। 

যাত্রীদের অভিযোগ, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার উড়ান এআই ৬১০-এ বোর্ডিংয়ের অপেক্ষা করছিলেন যাত্রীরা। সন্ধ্যে ৭ টা ২০ নাগাদ বিমানটি রওনা হওয়ার কথা ছিল। তবে তা ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। কিন্তু এক-দু ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও বিমান উড়ানের কোনও তথ্য পাওয়া যায়নি। উপরন্তু খাবার জল শেষ হয়ে যাওয়ায়, এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর কর্মীদের কাছে জল চাওয়া হয়েছিল। তাঁরা তা দিতে চাননি, এমনটাই অভিযোগ। এই দুটি ঘটনাতেই এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীরা তাঁদের দায়িত্বজ্ঞানহীনতা এবং পরিষেবার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন।


Follow us on :