২৬ এপ্রিল, ২০২৪

Viral: হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, ছুটে গিয়ে নতুন জীবন দিলেন আমলা! দেখুন সেই ভিডিও
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-19 16:56:00   Share:   

হৃদরোগীকে (Cardiac Arrest) বাঁচালেন আমলা, ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। মঙ্গলবার চণ্ডীগড় হাউজিং  বোর্ডের অফিসে এক ব্যক্তি হঠাৎ কথা বলতে বলতে হৃদরোগে আক্রান্ত হয়ে চেয়ারে বসে পড়েন। কথা বলতে তাঁর সমস্যা শুরু হয়। জানা গিয়েছে, ওই রোগীর নাম জনক লাল। এই খবার পেয়ে ছুটে আসেন যশপাল গর্গ নামে এক আইএএস (IAS in Candigarh)। তিনি অসুস্থ ব্যক্তিকে চেয়ারে বসিয়ে সজোরে বুকে জোরে জোরে চাপ বা সিপিআর (CPR) দিতে থাকেন। হৃদপিণ্ড সচল করতে এই সিপিআর-র পদ্ধতির প্রয়োগ করা হয়।

এরপর জনক লাল কিছুটা স্বস্তি ফিরে পান। তাঁর ডান হাত নাড়াতে থাকেন জনক এবং জল খেতে চান। এই ঘটনা ভাইরাল ভিডিওর মাধ্যমে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেই রোগীকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখেন। আইএএস যশপাল জানান, 'আমি এই কাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নয়। শুধুমাত্র মোবাইল ও নানা ভিডিও দেখে শিখেছেন। মঙ্গলবার মানবিক কাজে সেই সিপিআর কাজে লাগাতে পেরে আমি খুব খুশি।' অনেকেই তাঁর এই ভূমিকার প্রশংসা করেছেন।


Follow us on :