১৪ মে, ২০২৪

Allahabad Court: সাতপাক না ঘুরলে হিন্দু বিবাহ বৈধ নয়, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-05 16:42:03   Share:   

সাতপাকে (Saat Phera) না ঘুরলে বা সপ্তপদী অনুষ্ঠান না মেনে বিয়ে করলে সেই বিবাহ বৈধ নয়, এমনটাই জানাল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। সূত্রের খবর, এক ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রী তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই দ্বিতীয় বিবাহ করেছেন। সেই মামলার শুনানির সময়ই এই পর্যবেক্ষণ আদালতের। এলাহাবাদ হাইকোর্টের বিচারক জানিয়েছেন, সাত পাকে বাঁধার মতো আচার অনুষ্ঠান ছাড়া সম্পূর্ণ হতে পারে না হিন্দু বিবাহ।

সূত্রের খবর, অভিযোগকারী সত্যম সিং-এর দাবি, ২০১৭ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় স্মৃতি সিং-এর। কিন্তু বিয়ের পর থেকে ঝগড়া-অশান্তি লেগেই ছিল। তার জেরে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্মৃতি। শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের জন্য অত্যাচারের এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতে সত্যম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে পুলিস। এর পর ফের স্ত্রী স্মৃতির বিরুদ্ধে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করার অভিযোগ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বামী। সেই মামলার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সঞ্জয়কুমার সিং। এর পর স্বামীর করা মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। জানানো হয়েছে, সাতপাকে না ঘুরলে কোনও বিয়েই সম্পূর্ণ হয় না ও বৈধ বলে স্বীকৃতি পায় না।


Follow us on :