১৫ মে, ২০২৪

Gyanvapi Case: জ্ঞানবাপী মামলায় ফের ধাক্কা, মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-19 13:08:03   Share:   

জ্ঞানবাপী মামলায় (Gyanvapi Case) ফের বড়সড় ধাক্কা খেল মুসলিম পক্ষ। তাঁদের দায়ের করা সমস্ত আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad Court)। মসজিদ প্রাঙ্গনে হিন্দু মন্দির রয়েছে বলে দাবি করে হিন্দু পক্ষ যে আবেদন করেছিল, তা খারিজ করার জন্য আবেদন জনিয়েছিল মুসলিম পক্ষ। এবারে সেই সমস্ত আবেদনই খারিজ করে দেওয়া হয়েছে এলাহাবাদ হাইকোর্টের তরফে। এছাড়াও এই মামলার শুনানি ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বারাণসীর আদালতকে।

সোমবারই জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষা নিয়ে বারাণসী জেলা আদালতে রিপোর্ট জমা দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তার পরের দিনই দ্রুত শুনানির নির্দেশ দিল উচ্চতর আদালত। এর পর আজ অর্থাৎ মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, মসজিদ চত্বরটি হয় হিন্দু নয় মুসলিম- কোনও এক পক্ষের বৈশিষ্ট্যই বহন করবে। এভাবে মামলা চলতে থাকলে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দীর্ঘদিন মামলা চলার ফলে নেতিবাচক প্রভাব পড়ছে ভারতের বৃহত্তম দুই সম্প্রদায়ের উপর। তাই মসজিদ চত্বরে মন্দিরের পুনর্নির্মাণ চেয়ে যে আবেদনগুলো জমা হয়ে রয়েছে, আগামী ৬ মাসের মধ্যে তার শুনানি শেষ করতে হবে বলে বারাণসীর আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।


Follow us on :