০৯ মে, ২০২৪

Marijuana: চকোলেট খেয়ে আসক্ত আট থেকে আশি, তদন্তে নেমে চক্ষু চড়কগাছ কর্নাটক পুলিসের
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-11 14:07:51   Share:   

চকোলেট (chocolate) ছোট থেকে বড় সকলেরই কম-বেশি পছন্দের। কিন্তু বাচ্চাদের একটু বেশি প্রিয়। তবে কোনও বাচ্চা যদি চকোলেটে আসক্ত হয়ে পড়ে তা খারাপই বটে। সম্প্রতি কর্নাটকের (Karnataka) মেঙ্গালুরুর কিশোর-কিশোরীদের মধ্যে বিশেষ এক ধরনের চকোলেট খাওয়ার প্রবণতা বেশি দেখা গিয়েছিল। এমনকি চকোলেট কেনার টাকা না পেলে অদ্ভুদ আচরণ লক্ষ্য করছিলেন অভিভাবকরা। এরপর অভিভাবকদের একাংশের অভিযোগে পুলিস বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে নেমে কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে এল কেউটে। চকচকে কাগজে মুড়ে চকোলেট নামে যে জিনিসটা বিক্রি হচ্ছিল তা আসলে গাঁজা। চকোলেটের মধ্যে গাঁজার নির্যাস মিশিয়ে বিক্রি করছিলেন দোকানদার। আর তাতেই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল বাচ্চারা।

বৃহস্পতিবার তল্লাশি অভিযানে নেমে পুলিস মোট ১২০ কেজি মাদক মেশানো চকোলেট উদ্ধার করেছে। তড়িঘড়ি দুই দোকনদারকে গ্রেফতার করেছে মেঙ্গালুরু পুলিস। জানা গিয়েছে, প্রতি পিস ২০ টাকা করে বিক্রি করছিল দোকানদাররা। গাঁজার নির্যাস মেশানো সেই চকোলেট কিনতে ভিড় জমিয়েছিল আট থেকে আশি অনেকে। এর পিছনে বড়সড় কোনও মাদক চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।


Follow us on :