নৃশংসতা! মানুষ কতটা নৃশংস হলে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে। ছেলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ ওঠে। আর সেই নাবালিকা অন্তঃসত্ত্বা (Pregnent) হয়ে পড়লে বাড়িতে ডেকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকের মায়ের বিরুদ্ধে। এমন মর্মান্তিক, আমনাবিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেইনপুরীর কুরাবালি থানা এলাকায়।
সূত্রের খবর, কয়েক মাস আগে অভিষেক নামে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও প্রথমে ধর্ষণের বিষয়ে পরিবারের লোককে কিছু জানায়নি নাবালিকা। কিছুদিন পরে পেটে যন্ত্রণা শুরু হতেই জানাজানি হয় বিষয়টি। এরপরই পরিবারের থেকে প্রথমে পঞ্চায়েতে জানানো হয়।
পঞ্চায়েতের মিটিং বসে। উপস্থিত থাকতে হয় দুই বাড়ির লোককে। সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযুক্ত যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হবে নাবালিকার। তারপরই অভিষেকের মা নাবালিকাকে বাড়িতে ডেকে পেট্রল গায়ে ঢেলে পুড়িয়ে মারার মতো গুরুতর অভিযোগ ওঠে।