১৫ মে, ২০২৪

Balasore: করমণ্ডল কাণ্ডে মৃতদেহে পচন, মৃতদেহ সংরক্ষণ করতে বিশেষ কন্টেনার আনছে এইমস
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-06 14:03:07   Share:   

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতদেহ (Dead Body) সংরক্ষণ করতে বিশেষ কন্টেনার আনছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (AIIMS)। AIIMS সহ বিভিন্ন হাসপাতালের মর্গে সেগুলি রাখা থাকবে। এক থেকে দু' বছর পর্যন্ত মৃতদেহ সংরক্ষণ করা সম্ভব ওই কন্টেনারে।

ওড়িশা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭৫। তারমধ্যে এখনও প্রায় ১০০ দেহ শনাক্ত করা যায়নি। ভুবনেশ্বরের AIIMS সহ একাধিক হাসপাতালের মর্গে দেহগুলি রাখা হয়েছে। এদিকে প্রায় ৩ দিন পেরিয়ে যাওয়ার ফলে দেহগুলিতে পচন ধরতে শুরু করেছে। সেকারণে মরদেহ সংরক্ষণ করতেই ওই বিশেষ কন্টেনারগুলি ব্যবহার করা হবে।

প্রাথমিকভাবে মোট ৫টি কন্টেনার আনার ভাবনাচিন্তা রয়েছে। পরে প্রয়োজন হলে আরও কন্টেনার পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হতে পারে। ওড়িশা সরকার জানিয়েছে নর্থ ওড়িশা চেম্বার অ্য়ান্ড ইন্ডাস্ট্রির হলঘরে যে অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে সেখানে অন্তত ১২০টি মরদেহ রাখা ছিল। তারমধ্যে সোমবার ৪০টি দেহ শনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।


Follow us on :