১০ মে, ২০২৪

Cyber: ইনস্টাগ্রামে চাকরির বিজ্ঞাপন! লিঙ্ক ক্লিক করেই আট লক্ষ খোয়ালেন তরুণী
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-10 10:49:17   Share:   

ইনস্টাগ্রামে (Instagram) চাকরির ভুয়ো বিজ্ঞাপনে ক্লিক করতেই ৮ লক্ষ টাকা খোয়ালেন দিল্লির (Delhi) এক তরুণী। চাকরির ফর্ম ফিলাপের জন্য ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে একটি লিঙ্ক দেওয়া ছিল। সেই লিঙ্কে উল্লেখ, লিঙ্কে ক্লিক করলেই ‘এয়ারলাইনজবঅলইন্ডিয়া’ নামে নতুন একটি পেজ খুলবে। সেখানে ক্লিক করা মাত্রই গায়েব ওই তরুণীর লক্ষাধিক টাকা।

ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী, ওই তরুণী ধাপে ধাপে ফর্ম পূরণ করেন। তারপরই রাহুল নামে এক ব্যক্তি ওই তরুণীর কাছে ফোন করে তাঁকে রেজিস্ট্রেশন ফি হিসাবে ৭৫০ টাকা জমা করতে বলেছিল। অভিযোগ, সেই টাকা জমা দেওয়ার পর তরুণীর কাছ থেকে ‘গেট পাস ফি’, বিমা এবং নিরাপত্তার জন্য তরুণীর কাছ থেকে ৮ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে নেন ওই ব্যক্তি। এরপর আরও টাকা চাওয়া হলে, তরুণীর সন্দেহ হয়। তখন তিনি গোটা বিষয়টি নিয়ে থানায় হাজির হন। ওই তরুণীর অভিযোগে দিল্লি পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে। দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার সঞ্জয় সাঁই বলেন, 'তদন্তে জানা গিয়েছে, হরিয়ানার হিসার থেকে তরুণীর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। অভিযুক্তের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে হিসার থেকে গ্রেফতার করা হয়েছে।' 


Follow us on :