১০ মে, ২০২৪

River: নর্মদার নদীর উপর হাঁটছেন মহিলা, দেবী ভেবে শুরু পুজো-অর্চনা! জানুন ঠিক ঘটনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-11 16:42:15   Share:   

নদীর জলের উপর হেঁটে বেড়াচ্ছেন এক মহিলা! আর তা দেখে মহিলাকে ‘দেবী’ ভেবে পুজো জনসাধারণের। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর জেলায়। মহিলার জলে হেঁটে বেড়ানোর কথা শুনে নদীর তীরে ভিড় জমান স্থনীয়রাও। এমনকি ‘দেবী’ আবির্ভাবের খবর শুনে তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। তবে ঘটনাস্থলে পুলিস পৌঁছতেই উদঘাটন হয় ‘দেবীরহস্য’। জানা গিয়েছে, ওই মহিলার নাম জ্যোতি রঘুবংশী। তিনি নর্মদাপুরানের বাসিন্দা। কয়েকমাস আগেই তিনি বাড়ি থেকে চলে আসেন।  

 স্থানীয় সূত্রে খবর, সোমবার নর্মদা নদীর তিলওয়ারা ঘাটে ওই মহিলাকে হাঁটতে দেখেন স্থানীয়রা। পরে মহিলাকে ‘মা নর্মদা’র রূপ মনে করে নদীর তীরেই ঢাক-ঢোল বাজিয়ে পুজো করতে শুরু করেন স্থানীয়রা।

পুলিস জানিয়েছে, নর্মদা নদীর জলস্তর কম থাকায় কোথাও কোথাও পায়ের গোছও ঠিক করে ডোবে না। জ্যোতি নর্মদা নদী পরিক্রমা করতে এসেছিলেন। তিনি নদীর এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন যেখানে জলস্তর কম। আর তা দেখেই স্থানীয়রা তাঁকে ‘দেবী’ বলে ভুল করে বসেন। পুলিস আরও জানায়, ইতিমধ্যেই ওই মহিলাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।


Follow us on :