২৭ এপ্রিল, ২০২৪

Mumbai: প্রতারণার ফাঁদ পাতা ভুবনে! বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে ৮৮ হাজার খোয়ালেন এক মহিলা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-10 13:30:34   Share:   

আজকাল চারপাশে যেন প্রতারণার (fraud) ফাঁদ পাতা, পা ফসকালেই বিপদ। কেবল সুযোগের অপেক্ষা। বাড়ি ভাড়া দেবেন বলে এক অনলাইন সাইটে (Online Site) বিজ্ঞাপন দিয়েছিলেন বাড়ির মালকিন। সেই বিজ্ঞাপন দেখে ফোন আসে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) এক সদস্যের। তিনি বাড়ি ভাড়া (house rent) নিতে চান এবং তার জন্য অগ্রিম ভাড়াও দিয়ে রাখতে চান। আর সেই ফাঁদে পা দিয়ে বসেন প্রতারিত হওয়া ওই বাড়ির মালকিন।

মুম্বই পুলিস সূত্রে খবর, ওই মহিলা তারপরই দেখেন তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৮৮ হাজার টাকা গায়েব। সঙ্গে সঙ্গে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে জানতে পারেন, ওই অভিযুক্ত নিজের ভুয়ো পরিচয় দিয়েছেন। তিনি ওই মহিলাকে জানিয়েছিলেন, ভারতীয় সেনায় কর্মরত। কর্মসূত্রে উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে বদলি হচ্ছেন। তাই তিনি বাড়ি ভাড়া খুঁজছেন।

উল্লেখ্য, স্থানীয় পুলিসের সাহায্যে মথুরার মেহরানা অঞ্চল থেকে বুধবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।


Follow us on :