২২ মে, ২০২৪

daughter: মৃত মা, একরত্তি সন্তানকে কোলে নিয়েই টোটো চালান বাবা! অন্য নজির লড়াইয়ের
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-21 16:35:50   Share:   

একরত্তি শিশুকে কোলে নিয়ে টোটো চালিয়ে রোজগার এক ব্যক্তির। এই কাহিনি এক অসহায় বাবার। ওই ব্যক্তির নাম কমলেশ বর্মা (৩২)। সন্তান জন্মের কয়েক মাস পরেই কমলেশের স্ত্রী অন্তিমা মারা যায়। তারপর থেকেই মা এবং ৮ মাসের এক কন্যাসন্তান সরস্বতীকে নিয়েই তাঁর পরিবার। এক সংবাদমাধ্যমে ওই ব্যক্তি জানান, '৩ বছর আগে বিয়ে হয়েছিল আমার। সে সময় একটি কারখানায় কাজ করতাম। মাসে ৮-১০ হাজার টাকা উপার্জন হত। তাতে ভাল ভাবে সংসার চলে যেত। আট মাস আগে আমাদের কোল আলো করে সরস্বতী আসে। স্ত্রী আর আমি খুব আনন্দে দিন কাটাচ্ছিলাম। কন্যাসন্তান হওয়ায় অনেকেই আমাদের দু’জনকে নানা কটু কথা শুনিয়েছিল। কিন্তু আমরা তাতে খুব একটা পাত্তা দিতাম না। মেয়েকে নিয়েই আমাদের সময় কেটে যেত।'

তিনি আরও বলেন, সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু তার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। তারপরই মৃত্যু হয় তাঁর। কমলেশ জানান, “স্ত্রী মারা যাওয়ায় খুব ভেঙে পড়েছিলাম। মেয়েটার জন্য খুব চিন্তা হত। কীভাবে ওকে মানুষ করব। ওই একরত্তি দুধের শিশুটি জানতেও পারেনি তাঁর মা আর নেই। অগত্যা কোনও পথ খুঁজে না পেয়ে মেয়ের দেখাশোনার দায়িত্ব নিজেই নিলাম। বৌদিদের বলেছিলাম সরস্বতীকে দেখাশোনার জন্য। কিন্তু ওঁরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তাই সিদ্ধান্ত নিলাম আমিই মেয়েকে বড় করে তুলবো। কিন্তু বুঝতে পারছিলাম না কী করব, কোথা থেকে শুরু করব। সন্তানকে দেখাশোনা করতে গিয়ে চাকরিটাও চলে গিয়েছিল। ফলে আরও সমস্যায় পড়েছিলাম। কিন্তু মেয়েকে তো বাঁচিয়ে রাখতে হবে! টাকাপয়সা যা ছিল সবই খরচ হয়ে গিয়েছিল। একটা সময় ছিল যখন ধার করে হলেও মেয়ের জন্য দুধ কিনতে হয়েছে।'

তবে এই পরিস্থিতিতে কমলেশকে একটি টোটো কিনে দেন তাঁর শ্যালক। পরে বন্ধুর থেকে টোটো চালানো শিখে কমলেশ। আর এখন সেই টোটোই তাঁর উপার্জনের একমাত্র উপায়। কমলেশ প্রতিদিন ভোরে উঠে রান্না করে। তারপর মাকে খাইয়ে, মেয়ের জন্য খাবারের জোগাড় করে। পরে মেয়েকে খাইয়ে তাঁকে সঙ্গে করেই টোটো নিয়ে বেরিয়ে পড়েন কমলেশ। মেয়েকে কোলের সঙ্গে বেঁধে নিয়ে ৫০ কিলোমিটার টোটো চালান কমলেশ। টোটো চালিয়ে দিনে ৮০০-১০০০ টাকা আয় হয় কমলেশের। এভাবেই একরত্তি মেয়ের মা এবং বাবা দুটোর দায়িত্বই পালন করে চলেছেন তিনি।


Follow us on :